‘তরুণরা যখন জেগে উঠে, সেই আন্দোলনকে পরাজিত করা সম্ভব না’

বনানীতে দলের স্থায়ী কমিটির কারাবন্দি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণজাগরণ শুরু হয়ে গেছে, আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে।

আজ শনিবার দুপুরে রাজধানীর বনানীতে দলের স্থায়ী কমিটির কারাবন্দি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, 'দেশে একটা গণজাগরণ শুরু হয়ে গেছে। শিক্ষার্থীদের কোটা বৈষম্যবিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে সাধারণ মানুষ যোগ দিয়েছে। শুধু ছাত্ররা নয়, এখন অভিভাবক, চিকিৎসক, আইনজীবী, শিল্পী-সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকসহ সব পেশার মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছেন। তারা যুক্ত হয়েছেন সব ভয়কে উপেক্ষা করে, এটাই হচ্ছে এবারের আন্দোলনের সবচেয়ে বড় দিক। মানুষ অন্যায়ের বিরুদ্ধে তারা জেগে উঠেছেন, জাগরণ সৃষ্টি হয়েছে।'

'আমি মনে করি, এই আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে এসে গেছে। আমি বিশ্বাস করি জনগণের বিজয় অবশ্যই হবে, ছাত্র-শিক্ষার্থীদের বিজয় অবশ্যই হবে', বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'ছাত্ররা যখন আন্দোলন শুরু করেছে তখনই এর যৌক্তিকতা নিয়ে আমরা কথা বলেছি, আমরা তাদের সঙ্গে সহযোগিতা শুধু নয়, তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি।'

'আমরা এখন আরও বেশি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, সবরকমের সহযোগিতা থাকবে। আমাদের নেতা-কর্মীদের প্রতি এই আহ্বান জানাতে চাই যে, ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করুন।'

মির্জা ফখরুল বলেন, 'আমরা অত্যন্ত আশাবাদী এই কারণে যে, তরুণরা যখন জেগে উঠে, ছাত্ররা যেখানে জেগে উঠে, যুবকরা যেখানে জেগে উঠে সেই আন্দোলনকে পরাজিত করা কারও পক্ষে সম্ভব না।'

 

Comments

The Daily Star  | English

Why was July 2025 wetter in Bangladesh?

Bangladesh experienced three low-pressure systems on July 7, July 14 and July 24 which led to heavy rain

55m ago