রিমান্ডে অসুস্থ শাজাহান খানকে কারাগারে পাঠালেন আদালত
সাত দিনের রিমান্ডে পুলিশ হেফাজতে থাকা সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান অসুস্থ হওয়ায় তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
অসুস্থ শাজাহান খানকে ধানমন্ডি থানার উপপরিদর্শক খোকন মিয়া আজ রোববার আদালতে হাজির করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাকিম আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত একইসঙ্গে শাজাহান খানের জামিনের আবেদন নাকচ করেন এবং জেল কোড অনুযায়ী তার যথাযথ চিকিৎসা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান (৭৫) গত ৫ সেপ্টেম্বর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন। গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি এলাকায় আবদুল মোতালেব (১৪) নিহতের ঘটনায় করা মামলায় শুক্রবার তাকে রিমান্ডে পাঠানো হয়।
আজ তাকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা বলেন, শুক্রবার শাজাহান খানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাই সাত দিন রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই আসামিকে আদালতে হাজির করা হলো।
হত্যাকাণ্ডের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শাজাহান খানকে কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
শুনানি শেষে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
Comments