বর্তমান ইউনিয়ন পরিষদ বাতিলের দাবি বিএনপির

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত ইউনিয়ন পরিষদ বাতিলের দাবি জানিয়েছে বিএনপি।

আজ বৃহস্পতিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে গত সোমবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত স্থায়ী কমিটির সভায় দলটি এই দাবি জানানোর সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপি মনে করে, প্রহসনের মাধ্যমে ইউনিয়ন পরিষদ গঠন করে পতিত সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। ইউনিয়ন পরিষদ বহাল রেখে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন সম্ভব হবে না।

পার্বত্য জেলাগুলোতে সংঘাতের ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার সুদূর প্রসারী চক্রান্তের অংশ উল্লেখ করে আরও বলা হয়, 'এই ধরনের সংঘাতের সৃষ্টি করা হচ্ছে, যা সম্পূর্ণ রূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই ঘটনাগুলো হালকা করে দেখার কোনো সুযোগ নেই।'

পার্বত্য জেলাগুলোতে শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, পার্বত্য জেলার সংশ্লিষ্ট নেতা ও অংশীজনদের একটি জাতীয় কনভেনশন আহ্বান জরুরি বলে মনে করে বিএনপি।

মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারকে এ সংক্রান্ত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ক্ষমতায় ফিরে আসতে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন জায়গায় মাজারে হামলা, ভাঙচুর ও মব লিংচিংয়ের মতো ঘটনা ঘটিয়ে শিল্পাঞ্চল, ধর্মীয় প্রতিষ্ঠানে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে বলে অভিযোগ তোলে বিএনপি। এ সময় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়।

Comments

The Daily Star  | English

Gunfight on Meghna: ‘Robbers’ attack new police camp in Munshiganj

Police suspect arms used in attack were stolen from other police stations last year

2h ago