দেশের জনগণ আর ফ্যাসিবাদ-আধিপত্য মেনে নেবে না: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, সুযোগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে অভিযোগ তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণ আর ফ্যাসিবাদ-আধিপত্য মেনে নেবে না।

তিনি বলেন, ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে। মানুষ ভোট দিতে চায়—আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো।

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ বুধবার বিকেলে ফেনীর ছাগলনাইয়া উপজেলার আদালত মাঠে আয়োজিত জনসভায় তিনি এই কথা বলেন।

দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ফখরুল বলেন, আমরা এই সরকারকে পুরোপুরি সমর্থন করবো বলেছিলাম। তিন মাসে আশা করেছিলাম, সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ দেবে। এই দেশ কীভাবে চলবে তা ৩১ দফার মাধ্যমে বহু আগেই বিএনপি তুলে ধরেছিল। জঞ্জাল পরিষ্কার করে যত দ্রুত নির্বাচন দেবেন, জাতির জন্য মঙ্গল। দেরি হলে সমস্যাগুলো বাড়বে। এ জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে পরামর্শ নিন।

বিএনপির আন্দোলন শেষ হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমাদের আন্দোলন শেষ হয়নি। জনগণের অধিকার, ভোটাধিকার, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারলে, দেশের অর্থনৈতিক ভারসাম্য ও বৈষম্যমুক্ত দেশ গড়তে পারলেই এই আন্দোলন শেষ হবে।

দেশকে যা কিছু দিয়েছে, তা বিএনপি দিয়েছে বলেও এ সময় দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, নির্বাচনী ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো, অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে। নিজেরা লুটপাট করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে।

এর আগে দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ির প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন বিএনপি মহাসচিব।

Comments

The Daily Star  | English

Hasnat calls for mass rally after Juma prayers demanding AL ban

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

4h ago