আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি,
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো

আওয়ামী লীগের নিবন্ধন থাকা না থাকা বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দলের এই অবস্থানের কথা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'আমি বলেছি যে, জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা এই বিষয়টা বারবার করে বলে আসছি যে, আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি... আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রের সব নর্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে, সেগুলোর ওপর আমরা আস্থা রাখি এবং সেটা আমরা চর্চা করি... অতীতেও চর্চা করেছি।'

'আমরা এই কথা বলে আসছি যে, ইট ইজ নট আস হু উইল ডিসাইড যে, কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না... পিপলস উইল ডিসাইড… মানুষ বা জনগণ নির্ধারণ করবে কোনো পার্টি থাকবে কি থাকবে না, কোনো পার্টি নির্বাচন করবে কি করবে না।'

আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কি না, জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, 'এটা তো আমরা পরিষ্কার করে বলেছি যে, জনগণ উইল ডিসাইড। আমরা পক্ষ-বিপক্ষ থাকা ইমমেটেরিয়াল... পিপলস উইল ডিসাইড।'

বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিপক্ষে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 'এটা (সংখ্যানুপাতিক ভোট) আমরা পুরোপুরি বিরোধী, একেবারে জোরালোভাবে বিরোধী। আনুপাতিকভাবে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করব না। কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না। এরকম (ভোটের) প্রশ্নই উঠতে পারে না।'

'আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান... এটাতেও আমরা একেবারেই একমত নই। এটা তো সব রাজনৈতিক বিবেচনায় দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া আর কিছু না। যত দ্রুত নির্বাচন হবে ততই রাজনীতি সহজ হবে, বাংলাদেশ মানুষ স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে।'

জাতীয় নির্বাচন কেন এখন জরুরি, সেই বিষয়ে তিনি বলেন, 'নির্বাচনটা হওয়ার প্রধানত দুইটা কারণ। একটি হচ্ছে স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা, আরেকটা হলো গভর্ন্যান্স (সুশাসন) চালু করা।'

'এখন তো গভর্ন্যান্সের খুব সদস্যা হচ্ছে... এটা চালু করলেই তখন দেখবেন অর্থনীতি বেটার হয়ে আসছে, সমাজ এবং রাষ্ট্রে... ইউনিভার্সিটি-কলেজগুলোতে লেখাপড়াই হচ্ছে না... সেই ব্যবস্থাটা ঠিক হবে। একটা নির্বাচিত সরকার না হলে এটাকে নিয়ন্ত্রণ করা কঠিন।'

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, '১৫ ফেব্রুয়ারি কী হবে সেটা আমি বলতে পারব না। তবে আমাদের সঙ্গে আলোচনায় যেটা বলেছেন, সেটা তো আমি আপনাদেরকে আগেই বলেছি যে, ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচনটা করার চেষ্টা করছেন।'

Comments

The Daily Star  | English

Price war in the garment sector: Exporters fear a race to the bottom

With China, Vietnam and Cambodia vying for market share, Bangladeshi exporters fear a race to the bottom on prices -- one they may not win

8h ago