এনসিপির পদযাত্রা আজ যাবে ফরিদপুর, সর্বোচ্চ সতর্ক পুলিশ

এনসিপির সমাবেশ ঘিরে ফরিদপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। ছবি: স্টার

দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রার অংশ হিসেবে দলটি আজ যাবে ফরিদপুর। গতকাল গোপালগঞ্জে দলটির পদযাত্রা ঘিরে সৃষ্ট সহিংস পরিস্থিতি মাথায় রেখে ফরিদপুরে কঠোর নিরাপত্তা নিশ্চিতের প্রচেষ্টায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এনসিপির স্থানীয় নেতারা জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল ১০টায় ফরিদপুরে এনসিপির সমাবেশ হওয়ার কথা থাকলেও, গতকালের ঘটনার কারণে সময়সূচি পরিবর্তন করে দুপুর সাড়ে ১২টায় সমাবেশ শুরু করা হবে।

পূর্বের পরিকল্পনা ছিল, এনসিপির কেন্দ্রীয় নেতারা বুধবার সন্ধ্যার মধ্যে গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে পদযাত্রা ও সমাবেশ শেষ করে রাতে ফরিদপুরে অবস্থান করবেন। তবে, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনার পর তারা খুলনায় চলে যান এবং আজ সকালে ফরিদপুরের উদ্দেশে যাবেন।

স্থানীয় এনসিপি নেতারা জানিয়েছেন, ফরিদপুর সদরে পৌঁছানোর আগে দলটির কেন্দ্রীয় নেতারা মধুখালী উপজেলায় বিরতি নেবেন এবং সেখানে ছোট সমাবেশ করবেন।

ফরিদপুরে এনসিপির সমাবেশ হবে শহরের জনতা ব্যাংক মোড়ে। আজ সকাল সকাল সাড়ে ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, মঞ্চ প্রস্তুতির জন্য শেষ সময়ের কাজ চলছে। গণমাধ্যমকর্মীরা ইতোমধ্যেই সেখানে সমবেত হয়েছেন।

সমাবেশ মঞ্চের চারপাশে এবং আশপাশের এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সকাল সাড়ে ৯টার দিকে গণমাধ্যমকে ফরিদপুর এনসিপির সিনিয়র কনভেনর এসএম জাহিদ বলেন, 'সমাবেশ সাড়ে ১২টায় শুরু হবে। আমাদের কেন্দ্রীয় নেতারা এখনও ফরিদপুরে পৌঁছাননি।'

নিরাপত্তা বিষয়ে জাহিদ বলেন, 'গোপালগঞ্জের ঘটনা এখানে পুনরাবৃত্তি হওয়ার কোনো আশঙ্কা নেই। ফরিদপুরের মানুষ শান্তিপ্রিয় ও শৃঙ্খলাবদ্ধ। আমরা বিশ্বাস করি, এই সমাবেশ নির্বিঘ্নে শেষ হবে।'

আজ সকাল সাড়ে ১০টার দিকে এক ফেসবুক পোস্টে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লিখেছেন, 'ফরিদপুর, রাজবাড়ী মানিকগঞ্জ। আমরা আসছি জুলাই পদযাত্রায়। দেখা হবে ইনশাআল্লাহ।'

ফরিদপুর কোতওয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সমাবেশস্থল ও এর আশপাশের এলাকায় ৪০০ জনেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া, সেনাবাহিনী ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা পেট্রোলিং করবেন।

তিনি বলেন, 'আমরা আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। বাইরের কোনো অতিরিক্ত বাহিনী আনা হয়নি। আমরা আশা করছি, এনসিপির সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হবে।'

Comments

The Daily Star  | English
Mirza Fakhrul on polls

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

7h ago