ডেইলি স্টারের ক্যামেরায় সায়েন্সল্যাবে রামদা-লাঠিসোঁটা হাতে ছাত্রলীগ নেতাকর্মী

দফায় দফায় চলতে থাকে ধাওয়া পাল্টা-ধাওয়া।
সায়েন্স ল্যাবের ফুটওভার ব্রিজের ওপর রামদা হাতে ছাত্রলীগের নেতাকর্মী। ছবি: এমরান হোসেন/স্টার

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুর থেকে। 

প্রায় চার ঘণ্টা ধরে চলা সংঘর্ষের পর সন্ধ্যায় সেখানকার পরিস্থিতি শান্ত হয়।

রামদা ও লাঠি হাতে ছাত্রলীগের নেতাকর্মী। ছবি: এমরান হোসেন/স্টার

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও হামদর্দ কলেজের কয়েকশ শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে ছাত্রলীগের হামলার প্রতিবাদে স্লোগান দেন।

সংঘর্ষ চলাকালে সায়েন্স ল্যাব এলাকায় রামদা-লাঠিসোঁটা হাতে ছাত্রলীগের নেতাকর্মী। ছবি: এমরান হোসেন/স্টার

সেই সময় ছাত্রলীগ নেতাকর্মীরা ঢাকা কলেজের দিক থেকে এগিয়ে এলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয়। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরাও শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া দেয়। দফায় দফায় চলতে থাকে ধাওয়া পাল্টা-ধাওয়া।

সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষ চলাকালে রামদা হাতে কোটাবিরোধীদের হুমকি দিচ্ছেন এক ছাত্রলীগ নেতা। ছবি: এমরান হোসেন/স্টার
সংঘর্ষ চলাকালে সায়েন্স ল্যাব এলাকায় রামদা ও লাঠিসোঁটা হাতে ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা আন্দোলনকারীদের ধাওয়া দেয়। ছবি: এমরান হোসেন/স্টার
হকিস্টিক ও রাম দা হাতে ছাত্রলীগের নেতাকর্মী। ছবি: এমরান হোসেন/স্টার

দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, সংঘর্ষ চলাকালে সেখানে কমপক্ষে ১০টি ককটেল বিস্ফোরণ হয়েছে। 

সংঘর্ষ চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে রামদা-লাঠিসোঁটা দেখা যায়। সেই ছবি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী এমরান হোসেন।

Comments