আজিমপুর মোড়ে স্কুল-কলেজ শিক্ষার্থীদের অবরোধ

আজিমপুর মোড়ে শিক্ষার্থীরা। ছবি: সিরাজুল ইসলাম রুবেল/স্টার

কোটা সংস্কারের দাবিতে ঢাকার আজিমপুর মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে তাদের এই বিক্ষোভ শুরু হয়।

ঢাবি ক্যাম্পাস এলাকায় পুলিশের অবস্থান। ছবি: সিরাজুল ইসলাম রুবেল/স্টার

দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়কে আগুন জ্বালিয়েছেন। পলাশী মোড়ে পুলিশ অবস্থান নিয়ে আছে। সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। আজিমপুর-নীলক্ষেত মোড় থেকে পলাশীর দিকে সব ধরনের যান চলাচল বন্ধ আছে।

সরেজমিনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরাও অবস্থান নিয়েছে। যারাই সেখানে প্রবেশ করতে যাচ্ছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Comments