বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আগামীকালের কর্মসূচি ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’

ফাইল ছবি। আনিসুর রহমান/স্টার

সারাদেশে ছাত্র-জনতার ওপর হত্যা, গণপ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং ৯ দফা দাবি আদায়ে আগামীকাল বৃহস্পতিবারের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ বুধবার আন্দোলনের সহ-সমন্বয়ক রিফাত রশিদের গণমাধ্যমে এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান।

'রিমেম্বারিং আওয়ার হিরোজ' শীর্ষক কর্মসূচি অনুযায়ী আগামীকাল শিক্ষার্থী নির্যাতনের ভয়ংকর দিন-রাতের স্মৃতিচারণ করা হবে।

শহীদ ও আহতদের নিয়ে পরিবার ও সহপাঠীরা স্মৃতিচারণ করবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নির্যাতনের বিভিন্ন ঘটনা নিয়ে চিত্রাংকন, গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন, ডিজিটাল পোর্ট্রেট প্রভৃতি তৈরি করা হবে। 

শহীদদের স্মরণে যেকোনো কন্টেন্ট বা লেখা #JulyMassacre ও #RememberingOurHeroes হ্যাশট্যাগ ব্যবহার করে অনলাইনে ও অফলাইনে প্রচার করার আহ্বান জানানো হয়েছে।

শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ীসহ সব শ্রেণী-পেশার মানুষদের এ কর্মসূচিতে সর্বাত্মক অংশগ্রহণের অনুরোধ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

Comments

The Daily Star  | English

Search committee to appoint honest, fearless EC members: cabinet secretary

The new Election Commission will be composed of "honest, fearless, and efficient individuals," Cabinet Secretary Dr Sheikh Abdur Rashid said today, following the inaugural meeting of the search committee chaired by Appellate Division Judge Justice Zubayer Rahman Chowdhury

1h ago