আ. লীগের আজকের শোক মিছিল বাতিল

'দুর্যোগপূর্ণ আবহাওয়ার' কারণে আজ শনিবার আওয়ামী লীগের পূর্বনির্ধারিত শোক মিছিল হবে না বলে জানানো হয়েছে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

এর আগে গতকাল বঙ্গবন্ধু হত্যা এবং চলমান বিক্ষোভে নিহতদের স্মরণে শোক পালনের জন্য শোক মিছিল করার সিদ্ধান্ত নেয় দলটি।

পরে দলটি শোক মিছিল পিছিয়ে আজ করার সিদ্ধান্ত নিয়েছিল। মিছিলটি বিকেল ৩টায় শাহবাগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এলিফ্যান্ট রোড, মিরপুর রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন চত্বরে গিয়ে শেষ হওয়ার কথা ছিল।

গতকাল বাদ আছর দেশের সব মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ ও সাম্প্রতিক সহিংসতার শিকারদের স্মরণে দোয়া মাহফিল করেছে দলটি।

Comments

The Daily Star  | English
fazlur rahman safety concern

‘As a freedom fighter, I have the right to live in peace’

Fazlur Rahman voices concern for his and family’s safety as protesters besiege his Dhaka home

1h ago