চট্টগ্রামে বিএনপি অফিস ভাঙচুর-লুটপাটের অভিযোগে নওফেলসহ ৫১২ জনের বিরুদ্ধে মামলা

noufel.jpg
ছবি: সংগৃহীত

গত ৪ আগস্ট আন্দোলনের সময় চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগর আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুসহ ৫১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এনায়েত বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আজাহার উদ্দিন রকি বাদী হয়ে নওফেলসহ ১৬২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলায় ককটেল বোমা ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের কথাও উল্লেখ করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়দুল হক মামলা দায়েরের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। মামলায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৪ আগস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে শিক্ষার্থী-জনতার গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে কাজীর দেউড়ি এলাকায় জড়ো হয়। নওফেল ও অন্যান্যদের নির্দেশে সশস্ত্র ব্যক্তিরা পার্টি অফিসের সামনে গুলি চালায় এবং ককটেল বোমার বিস্ফোরণ ঘটায়। এতে আতঙ্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা দলীয় কার্যালয় থেকে পাঁচ লাখ টাকা মূল্যের জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়।
 

Comments

The Daily Star  | English

Iran says it will not violate ceasefire deal unless Israel does

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago