ইসরায়েলকে সহায়তায় ২ হাজার সেনা প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের

এই আদেশের মানে এই নয় যে অবশ্যই সেনা মোতায়েন করা হবে বা মোতায়েন করলে সেনারা ইসরায়েলে যুদ্ধ করবে। 
মার্কিন-ইসরায়েল যৌথ মহড়া। রয়টার্স ফাইল ফটো

চলমান হামাস-ইসরায়েল সংঘাতের মধ্যে ২ হাজার সেনাকে মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের বরাত দিয়ে আজ মঙ্গলবার বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রতিরক্ষা সচিব বলেন, সংকট আরও ঘনীভূত হলে মার্কিন যুক্তরাষ্ট্র 'দ্রুত প্রতিক্রিয়া জানাতে' ২ হাজার সেনা প্রস্তুত করছে।

কর্মকর্তারা জানান, এই আদেশের মানে এই নয় যে অবশ্যই সেনা মোতায়েন করা হবে বা মোতায়েন করলে সেনারা ইসরায়েলে যুদ্ধ করবে।

প্রতিরক্ষা সচিব অস্টিনের এ আদেশের অর্থ সেনাদের প্রস্তুত থাকতে হবে। তাদের যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে বলে কর্মকর্তারা উল্লেখ করেছেন।

যদিও হোয়াইট হাউজ বলছে, চলমান সংঘাতে মার্কিন সেনাদের পাঠানোর কোনো ইচ্ছা নেই।

মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, সেনা প্রস্তুত রাখা 'প্রকৃতপক্ষে প্রতিরোধের' সংকেত।

সিএনএনকে তিনি বলেন, 'এই সংঘাত বাড়ুক, সেটা আমরা চাই না। ইসরায়েলে মার্কিন সেনা পাঠানোর কোনো পরিকল্পনা বা উদ্দেশ্য নেই।'

প্রেসিডেন্ট জো বাইডেন আগামীকাল বুধবার ইসরায়েল। তার এ সফর ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থন জোরদার করবে বলেই ধারণা করা হচ্ছে।

গত সপ্তাহের শুরুতে ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলে রকেট হামলা চালানোর পর এ সংঘাতের শুরু হয়। এরপর ইসরায়েল পাল্টা বিমান হামলা চালিয়ে যাচ্ছে গাজায়।

হামলায় এ পর্যন্ত ৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েল দাবি করেছে, তাদের অন্তত ৩০২ সেনা নিহত হয়েছে।

ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, তারা বিস্তৃত হামলার পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। গত সপ্তাহে 

যুদ্ধ ঘোষণার পর ইসরায়েল তার ৩ লাখ ৬০ হাজার রিজার্ভ সেনাকে যুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

 

Comments