পশ্চিম তীরে উত্তেজনা বাড়ছে, ইসরায়েলের হামলায় ৯ ফিলিস্তিনি নিহত
পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে এক বৃদ্ধাসহ ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন। তবে, ইসরায়েলি গণমাধ্যম বলছে, 'বড় ধরনের হামলা' প্রতিহত করতে এই অভিযান চালিয়েছে দেশটির সামরিক বাহিনী।
আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, জেনিনের পরিস্থিতি 'সংকটাপন্ন', আরও অনেকে আহত হয়েছেন। তাদের উদ্ধারে অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারছে না।
তিনি বলেন, ইসরায়েলি বাহিনীর হামলায় স্থানীয় একটি হাসপাতালের শিশু ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে, ইসরায়েলের সামরিক বাহিনী এ বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও দেশটির গণমাধ্যম বলছে, তারা 'বড় ধরনের হামলা' প্রতিহত করতে এই ব্যবস্থা নিয়েছে।
হামাস জানিয়েছে, তারা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়াই করছে।
সম্প্রতি পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের অভিযান অব্যাহত রাখায় সেখানকার উত্তেজনা আগের চেয়ে বেড়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
Comments