বহুতল আবাসিক ভবনে আগুন, মৃত্যু ১৬
সংযুক্ত আরব আমিরাতের প্রধান বাণিজ্যিক শহর দুবাইয়ের একটি বহুতল আবাসিক ভবনে আগুনে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৯ জন।
আজ রোববার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দুবাইয়ের আল-রাস এলাকার একটি ভবনের চতুর্থ তলায় গতকাল শনিবার দুপুরের দিকে আগুন ছড়িয়ে পড়ে।
আরব আমিরাতের সিভিল ডিফেন্স বাহিনীর বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে 'ভবন নিরাপত্তা নীতিমালা' না মেনে চলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
দুবাইয়ের প্রায় ৩৩ লাখ জনসংখ্যার ৯০ শতাংশই বিদেশি।
আনুষ্ঠানিকভাবে মৃতদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। তবে ভারতের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, এর মধ্যে ৪ ভারতীয় নাগরিক আছে।
দুবাইয়ে এর আগেও বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তবে সেসব দুর্ঘটনায় হতাহতের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল।
২০১৭ সালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুনের ঝুঁকি কমাতে ভবন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নতুন ও কঠোর নীতিমালা প্রণয়ন করে।
Comments