সিরিয়ায় সামরিক একাডেমিতে ড্রোন হামলা, নিহত অন্তত ১০০

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এ ঘটনায় শতাধিক মানুষ নিহত ও ১২৫ জন আহত হয়েছেন। 
সিরিয়ার সামরিক একাডেমিতে ড্রোন হামলার পর এক আহত ব্যক্তিকে অন্যরা সাহায্য করছেন। ছবি: রয়টার্স
সিরিয়ার সামরিক একাডেমিতে ড্রোন হামলার পর এক আহত ব্যক্তিকে অন্যরা সাহায্য করছেন। ছবি: রয়টার্স

সিরিয়ার হোমস প্রদেশের একটি সামরিক একাডেমিতে স্নাতক ডিগ্রি প্রদান অনুষ্ঠানে ড্রোন হামলায় অন্তত ১০০ জন নিহত এবং আরও অন্তত ২৪০ জন আহত হয়েছেন। 

সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এ ঘটনায় শতাধিক মানুষ নিহত ও ১২৫ জন আহত হয়েছেন। 

তবে সিরিয়ার একজন সরকারি কর্মকর্তা বলেছেন, নিহতের সংখ্যা প্রায় ১০০ জন।

সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-গাবাশ রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, হামলায় ছয় শিশুসহ ৮০ জন নিহত হয়েছেন। তবে প্রায় ২৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেনি তিনি।

তবে এ হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ কোনো দায় স্বীকার করেনি। 

Comments