রুশ আইকনিক ফুটবলার দিনিয়ারকে সামরিক বাহিনীতে তলব
ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর 'পিছু' হঠার পর দেশব্যাপী রিজার্ভ সেনাদের প্রস্তুত থাকার পরামর্শ দেয় ক্রেমলিন। এর অংশ হিসেবে সেনাদলে যোগ দিতে রাশিয়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবলার দিনিয়ার বিলিয়ালেতদিনভের ডাক পড়েছে।
গতকাল বুধবার রুশ বার্তা সংস্থা আরটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, তাতার বংশোদ্ভূত দিনিয়ারের বাবা রিনাত বিলিয়ালেতদিনভ রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে বলেছেন, 'সামরিক বাহিনীতে যোগ দেওয়ার জন্য দিনিয়ারকে তলব করা হয়েছে। যদিও তার সামরিক প্রশিক্ষণ আছে তবে সে কখনোই সেনাবাহিনীতে কাজ করেনি।'
তিনি আরও বলেন, 'আমার ছেলে ১৯ বছর আগে প্রশিক্ষণ নেওয়ার সময় শপথ করেছিল বটে। কিন্তু, এই দীর্ঘ সময় সে তো খেলাধুলায় নিজেকে নিয়োজিত রেখেছিল।'
২০০৮ সালে দিনিয়ার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রাশিয়াকে সেমিফাইনালে উঠতে সহায়তা করেছিল।
৩৭ বছর বয়সী দিনিয়ার এভারটন ফুটবল ক্লাবের হয়ে ৩ বছর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছিলেন।
দিনিয়ারের বাবার অভিযোগ, 'যদিও আইনে বলা আছে—রিজার্ভ সেনা হিসেবে যোগ দেওয়ার সর্বোচ্চ বয়স ৩৫ বছর, অথচ দিনিয়ারের বয়স এখন ৩৭ চলছে। ওদের কথা-কাজে মিল পাচ্ছি না।'
'এখন দেখতে হবে এই তলব ঠিক আছে কিনা,' যোগ করেন তিনি।
২০১৮ সালে মাঠের মধ্যভাগের খেলোয়াড় দিনিয়ার পেশাদারী ফুটবল থেকে অবসর নেন। এরপর তিনি কোচ হিসেবে কাজ শুরু করেন। বর্তমানে তিনি এফসি রোদিনা-২ এ কর্মরত আছেন। এই দলটি রাশিয়ার সেকেন্ড লিগে খেলছে।
সম্প্রতি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৩ লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছেন। প্রতিবেদন অনুসারে, রিজার্ভ সেনাদের ইউক্রেনে রুশ-নিয়ন্ত্রিত অঞ্চল ও এক হাজার কিলোমিটার দীর্ঘ রাশিয়া-ইউক্রেন সীমান্তে মোতায়েন করা হতে পারে।
Comments