ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণে পোল্যান্ডে ৪০ প্রকৌশলী পাঠাবে কানাডা
ইউক্রেনে সামরিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতির অংশ হিসেবে ইউক্রেনীয় বাহিনীকে প্রশিক্ষণ দিতে পোল্যান্ডে আরও ৪০ জন যুদ্ধ প্রকৌশলী পাঠাবে কানাডা।
আজ মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কানাডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ ওয়ারশতে এক সংবাদ সম্মেলনে বলেন, 'আমি আজ ঘোষণা করছি- আগামী কয়েক সপ্তাহের মধ্যে কানাডা পোল্যান্ডে প্রায় ৪০ জন যুদ্ধ প্রকৌশলী মোতায়েন করবে। যেন পোলিশ বাহিনী নজরদারি, বিস্ফোরক, খনি এবং ডি-মাইনিং সম্পর্কে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণে সহায়তা করতে পারে।'
Comments