খেরসন আমাদের, বললেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শুক্রবার সকালে খেরসন শহর থেকে রুশ সেনারা পিছু হটেছে, সুতরাং খেরসন আমাদের। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রয়টার্স ফাইল ফটো

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শুক্রবার সকালে খেরসন শহর থেকে রুশ সেনারা পিছু হটেছে, সুতরাং খেরসন আমাদের। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বিবিসি বলছে, জেলেনস্কি টেলিগ্রামে ইউক্রেনের পতাকার ইমোজি এবং ভিডিও ফুটেজের পাশাপাশি লিখেছেন, আমাদের জনগণ, আমাদের খেরসন।

জেলেনস্কি বলেন, রাশিয়ার সেনা প্রত্যাহারের পর সশস্ত্র বাহিনীর বিশেষ ইউনিট ইতোমধ্যে দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে পৌঁছেছে। আজ একটি ঐতিহাসিক দিন। অন্যান্য ইউক্রেনীয় বাহিনী খেরসনের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, খেরসনের জনগণ এই দিনের অপেক্ষা করছিল এবং তারা কখনো ইউক্রেনকে ত্যাগ করেনি।

Comments