ইউক্রেনে ১৮ হাজার বেসামরিক নাগরিক হতাহত: জাতিসংঘ

রুশ বাহিনীর আঘাতে ইউক্রেনের অনেক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছবি: রয়টার্স

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসনের পর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ইউক্রেনে ১৭ হাজার ৮৩১ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস (ওএইচসিএইচআর)।

আজ বুধবার ওএইচসিএইচআরের বরাত দিয়ে আলজাজিরা জানায়, নিহত ৬ হাজার ৮৮৪ জন বেসামরিক নাগরিকের মধ্যে পুরুষ ২ হাজার ৭১৯ জন এবং নারী ১ হাজার ৮৩২ জন। এ ছাড়া, কিশোর ২১৬ জন, কিশোরী ১৭৫ জন, শিশু ৩৮ জন এবং প্রাপ্তবয়স্ক ১ হাজার ৯০৪ জন রয়েছেন, যাদের লিঙ্গ পরিচয় জানা যায়নি।

আহত হয়েছেন ১০ হাজার ৯৪৭ জন। যাদের বেশিরভাগই দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের বাসিন্দা। এ দুটি এলাকায় নিহত হয়েছেন ৪ হাজার ৫২ জন এবং আহত হয়েছেন ৫ হাজার ৬৪৩ জন।

তবে ওএইচসিএইচআর সতর্ক করে বলেছে যে, হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কেননা এখনো কিছু স্থানে তীব্র যুদ্ধ চলছে, যেখান থেকে সঠিক তথ্য সবসময় পাওয়া যাচ্ছে না এবং অনেক তথ্য এখনো যাচাই-বাছাই চলছে।'

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

Bangladesh Bank purchased another $313 million from 22 commercial banks in an auction yesterday, reacting to the sharp drop in the US dollar rate.

3h ago