রুশ সেনাদের ওপর হামলার পেছনে ‘অননুমোদিত মোবাইল ফোন’

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় মাকিভকার এই ভবন ক্ষতিগ্রস্ত হয়। ছবি: রয়টার্স
ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় মাকিভকার এই ভবন ক্ষতিগ্রস্ত হয়। ছবি: রয়টার্স

রাশিয়ার দখলে থাকা দোনেৎস্কের মাকিভকায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার পেছনে রুশ সেনাদের 'অননুমোদিত মোবাইল ফোন' ব্যবহারকে দায়ী করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এ ছাড়াও, এ ঘটনায় নিহতের সংখ্যা ৬৩ থেকে বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।

আজ বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

গত রোববার ইংরেজি নববর্ষে পরিচালিত হামলায় '৪০০ রুশ সেনা' নিহতের দাবি করেছে কিয়েভ।

বিশ্লেষকদের মতে, গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে পরাশক্তি রাশিয়ার 'বিশেষ সামরিক অভিযান' শুরুর পর মস্কোর বিরুদ্ধে এটিই সবচেয়ে 'ভয়াবহ হামলা'। হতাহতের বিষয়ে রাশিয়ার দেওয়া তথ্যকে বিশ্লেষকরা 'অস্বাভাবিক' বলে মনে করছেন।

রুশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সের্গেই সেভরিউকভ ভিডিও বার্তায় বলেছেন, 'আমাদের মৃত সহযোদ্ধার সংখ্যা বেড়ে ৮৯ হয়েছে।'

মাকিভকা শহরের ধসে পড়া দালানের নিচ থেকে আরও কয়েকজনের মরদেহ পাওয়ায় মৃতের সংখ্যা বেড়েছে বলে তিনি দাবি করেন।

আজ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ভিডিও বার্তাটি প্রকাশ করেছে।

এই হামলার পেছনে রুশ সেনাদের 'অননুমোদিত মোবাইল ফোন' ব্যবহার দায়ী বলে মন্তব্য করেছন জেনারেল সেভরিউকভ।

তার মতে, 'এটি একদম নিশ্চিত যে বিধিনিষেধ সত্ত্বেও শত্রুর অস্ত্রের আক্রমণসীমার আওতাধীন অঞ্চলে মোবাইল ফোন চালু ও ব্যাপকভাবে ব্যবহার করাই এ ঘটনা ঘটেছে।'

মাকিভকার হামলায় নিহত রুশ সেনাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠান। ছবি: রয়টার্স
মাকিভকার হামলায় নিহত রুশ সেনাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠান। ছবি: রয়টার্স

'মোবাইল ফোন নেটওয়ার্ক ব্যবহার করে শত্রুরা ক্ষেপণাস্ত্র হামলার জন্য সেনাদের সুনির্দিষ্ট অবস্থান চিহ্নিত করতে পেরেছে,' যোগ করেন তিনি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, যুক্তরাষ্ট্রে নির্মিত হিমার্স লঞ্চার থেকে ছোড়া ৪ ক্ষেপণাস্ত্র সামরিক আবাসস্থলে আঘাত হানে। বিস্ফোরণের কারণে ভবনের ছাদ ধসে পড়ে।

সেভরিউকভ বলেন, 'হামলার নেপথ্যের ঘটনা চিহ্নিত করতে কমিশন গঠন করা হয়েছে। কমিশন ঘটনার তদন্ত করছে।'

'এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না হয়, তা নিশ্চিত করা হবে। দায়ীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।'

গত মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিয়মিত ভিডিও বার্তায় এ হামলার বিষয়ে কিছু বলেননি। তিনি জানান, রাশিয়া বড় আকারে হামলার প্রস্তুতি নিচ্ছে।

Comments

The Daily Star  | English
political reform in Bangladesh

Pathways to a new political order

The prospects for change are not without hope in Bangladesh.

10h ago