ইউক্রেনের লিভিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৪
পশ্চিম ইউক্রেনের শহর লিভিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকর্মীরা অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংস্তুপ থেকে এখনো হতাহতদের খোঁজার চেষ্টা চালাচ্ছেন।
আজ বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ৯ ব্যক্তি এ হামলায় আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্র হামলায় ভবন ২ অংশের ছাদ ও উপরের ২ তলা ধ্বংস হয়েছে।
আঞ্চলিক গভর্নর ম্যাকসিম কোজিৎস্কি ১৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায় ৪ তলা ভবনটির ওপরের ২ তলা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনের কর্মকর্তাদের পোস্টে জানা গেছে, ইউক্রেনের বিভিন্ন অংশে আকাশ হামলার সতর্কতাসূচক সাইরেন বাজানো হয়েছে এবং ইউক্রেনের আকাশসীমায় ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রবেশ করেছে। স্থানীয় মেয়র আন্দ্রেই সাদোভি শহরের বিভিন্ন অংশে বিস্ফোরণের কথা জানান।
ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসনের শুরু থেকেই রাশিয়া বেসামরিক ব্যক্তি ও লক্ষ্যবস্তুর ওপর হামলা চালানোর বিষয়টি অস্বীকার করে এসেছে।
Comments