টেক্সাসে বন্যায় মৃত বেড়ে ৮২

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। যাদের মধ্যে ২৮ জনই শিশু।
বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
আর আগে রয়টার্স জানিয়েছিল, নিখোজ রয়েছে ৪১ জন। তাদের খোঁজে অভিযান চলছে। তবে আরও বন্যার আশঙ্কায় স্বেচ্ছাসেবক উদ্ধারকারীদের সরিয়ে নেওয়া হচ্ছে।
কের কাউন্টির শেরিফ ল্যারি লেইথা জানিয়েছেন, বন্যার তার কাউন্টিতে ৬৮ জন মারা গেছেন।
হঠাৎ বন্যায় গুয়াদালুপ নদীর পানিতে ভেসে যায় নদীতীরে সামার ক্যাম্পে থাকা শিশুসহ অন্যরা। ক্যাম্পের ১০ জন শিক্ষার্থী ও একজন প্রশিক্ষক এখনো নিখোঁজ রয়েছেন।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, বন্যায় রাজ্যের অন্য জায়গায় আরও ১০ জন মারা গেছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্যায় মৃত্যুর ঘটনায় সমবেদনা জানিয়েছেন এবং বলেছেন তিনি সম্ভবত শুক্রবার এলাকাটি পরিদর্শন করবেন। তিনি আরও বলেন, তার প্রশাসন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের সঙ্গে যোগাযোগ রাখছে।
সাংবাদিকদের তিনি বলেন, 'এটা ভয়াবহ ঘটনা, খুবই ভয়ংকর। যারা এত কষ্টের মধ্যে দিয়ে গেছেন, তাদের জন্য প্রার্থনা করি। টেক্সাসের জন্য ঈশ্বরের আশীর্বাদ কামনা করি।"
গত শুক্রবার টেক্সাসে ভারী বৃষ্টিপাতের কারণে গুয়াদালুপ নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়। মাত্র এক ঘণ্টারও কম সময়ে নদীর পানি ২৬ ফুট (৭.৯ মিটার) বেড়ে যায় এবং আশেপাশের সব ভাসিয়ে নিয়ে যায়।
Comments