ইমরান খানের ৬ দিনের আল্টিমেটাম, ইসলামাবাদে সেনা

‘আজাদি সমাবেশে’ ইমরান খান। ছবি: রয়টার্স

পাকিস্তানে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পাশাপাশি জাতীয় নির্বাচনের দাবিতে শাহবাজ সরকারকে ৬ দিনের আল্টিমেটাম দিয়েছেন পিটিআই চেয়ারম্যান ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

আজ বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

করাচির জিন্নাহ অ্যাভিনিউয়ে 'আজাদি সমাবেশ'-এ সমবেত জনতার উদ্দেশে ইমরান খান বলেন, 'সরকারকে ৬ দিনের সময় দিচ্ছি। আগামী জুনে পার্লামেন্ট ভেঙে দিতে হবে এবং সাধারণ নির্বাচনের ঘোষণা দিতে হবে।'

তিনি আরও বলেন, 'এই আমদানি করা সরকারের কাছে আমার বার্তা—পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন ঘোষণা দেওয়া না হলে আমি ৬ দিন পর ইসলামাবাদে ফিরে আসব।'

এমন ঘোষণা দিয়ে ইমরান খান ইসলামাবাদের কাছাকাছি অঞ্চল বানি গালার উদ্দেশে রওনা হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ দিকে, গতরাতে ইমরানের সমর্থকরা ইসলামাবাদের 'রেড জোন' এলাকায় ঢুকে পড়ায় সরকার নিরাপত্তার জন্য সেনা তলব করেছে।

সরকারি বার্তায় বলা হয়েছে, জনগণ ও গুরুত্বপূর্ণ ভবনগুলোর নিরাপত্তা দিতে সংবিধান মেনেই সেনা টহলের ব্যবস্থা করা হয়েছে।

ইমরানের অভিযোগ, সরকার তার সমর্থকদের গ্রেপ্তার করছে। এ ছাড়াও, করাচিতে তার ৩ সমর্থককে হত্যার অভিযোগও আনেন তিনি।

ইমরান বলেন, 'সরকার আজাদি সমাবেশকে নস্যাতের চেষ্টা করছে। তারা শান্তিপূর্ণ সমাবেশে কাঁদানে গ্যাস ছুঁড়েছে। বাড়িঘরে তল্লাশি চালাচ্ছে। তারপরও, আমি দেখছি জাতি কীভাবে দাসত্বের ভয়ের শেকল থেকে নিজেকে মুক্ত করছে।'

Comments

The Daily Star  | English
price hike of essential commodities in Bangladesh

Essential commodities: Price spiral hits fixed-income families hard

Supply chain experts and consumer rights activists blame the absence of consistent market monitoring, dwindling supply of winter vegetables, and the end of VAT exemptions granted during Ramadan.

14h ago