সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: আরও ২ মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর ধ্বংসস্তূপ থেকে আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে শনিবারের বিস্ফোরণের পর আগুন। ছবি: মো. সুমন/স্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর ধ্বংসস্তূপ থেকে আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে মরদেহ ২টি উদ্ধার করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, 'ডিপোর ধ্বংসস্তূপ সরানোর কাজ চলাকালে ফায়ার সার্ভিস কর্মীরা আরও ২টি পোড়া মরদেহের অংশবিশেষ উদ্ধার করেছে। পোশাক দেখে একটি মরদেহ ফায়ার সার্ভিসকর্মীর বলে মনে হচ্ছে। তবে, এ বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই।'

উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের সংখ্যা প্রথমে ৪৯ বলা হলেও পরে গতকাল নিহতের সংখ্যা ৪১ বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।

Comments