মহানবীকে (সা.) নিয়ে বিজেপি নেতার মন্তব্য: দিল্লি ও উত্তরপ্রদেশে বিক্ষোভ

দিল্লির জামা মসজিদের বাইরে জুমার নামাজের পর অসংখ্য মানুষ প্রতিবাদে ফেটে পড়েন
দিল্লির জামা মসজিদের বাইরে জুমার নামাজের পর অসংখ্য মানুষ প্রতিবাদে ফেটে পড়েন। ছবি: টুইটার থেকে সংগৃহীত

মহানবী হয়রত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও তার সাবেক সহকর্মী নাভিন কুমার জিন্দালের করা মন্তব্যের প্রতিবাদে ভারতের রাজধানী দিল্লি ও উত্তর প্রদেশের সাহারানপুরে আজ শুক্রবার বড় আকারের বিক্ষোভ দেখা গেছে।

ভারতের সংবাদ মাধ্যম এনডি টিভির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ভারতের সবচেয়ে বড় মসজিদগুলোর অন্যতম দিল্লির জামা মসজিদের বাইরে জুমার নামাজের পর অসংখ্য মানুষ প্রতিবাদে ফেটে পড়েন। বিক্ষোভকারীরা নূপুর শর্মাকে গ্রেপ্তার করার দাবি জানান।

জামা মসজিদের শাহী ইমাম জানান, কর্তৃপক্ষ এই বিক্ষোভের ডাক দেয়নি।

তিনি বলেন, 'আমরা জানি না কারা বিক্ষোভে অংশ নিচ্ছেন। আমরা বিষয়টি পরিষ্কার করেছি যে, তারা চাইলে বিক্ষোভ করতে পারেন। কিন্তু আমরা তাদের সমর্থন করবো না।'

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের পশ্চিমাঞ্চলে সাহারানপুরেও শত শত মানুষকে পথে নেমে আসতে দেখা গেছে। বিক্ষোভ চলার সময় অনেকে দোকানপাট বন্ধ করে দেন।

লখনৌ, কানপুর ও ফিরোজাবাদে পুলিশ নিরাপত্তা বাড়িয়েছে।

গত সপ্তাহে কানপুরে এই বিতর্কের জের ধরে ঘটা সংঘর্ষে প্রায় ৪০ জন আহত হন।

দিল্লি ও উত্তর প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের অন্য কোনো এলাকায় সংঘর্ষ বা সহিংসতার খবর পাওয়া যায়নি।

দিল্লি পুলিশ গতকাল বৃহস্পতিবার জানায়, নূপুর শর্মা, জিন্দাল ও অন্যান্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে 'বিভেদ সৃষ্টিকারী বিষয়ে মানুষকে উসকানি' দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বিজেপির মুখপাত্র নূপুর শর্মার অযাচিত মন্তব্যের কারণে অসংখ্য মুসলমান অধ্যুষিত দেশ ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে নিন্দা জানায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেওয়া হয়।

ইতোমধ্যে বিজেপি নূপুর শর্মা ও জিন্দালকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

 

Comments

The Daily Star  | English

Healthcare reform begins, service yet to improve

The health administration initiated a series of reforms to improve medical care but struggled to implement them, say health experts

8h ago