ভোলা-বরিশাল সীমান্তের ২ গ্রামবাসীর সংঘর্ষ, গ্রেপ্তার ১২

প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

ভোলা ও বরিশাল জেলার সীমান্তে জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের ১২ জনকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন এবং ভোলার ভেদুরীয়া ইউনিয়নের মধ্যবর্তী মহিষাদী গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে ৮ নারীসহ ১৫ জন আহত হন। আহতদের মধ্যে নারীসহ ১২ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে ভোলা ও বরিশাল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে শুক্রবার ভোরে চর চটকিমারা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইনজামাম হোসেন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি মামলা করেন।

২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করে এ মামলা করা হয়।

ইনজামাম হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, চরের জমি দখল নিয়ে ভোলা ও বরিশালের দুই গ্রামের বাসিন্দারা মুখোমুখি অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তারা পুলিশের ওপর হামলা করে।

এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়।

Comments

The Daily Star  | English

We’re now ready to hand over power to elected representatives

Chief Adviser Prof Muhammad Yunus yesterday said the interim government is prepared to transfer power to an elected administration.

5h ago