খালেদা জিয়ার চিকিৎসা: মেডিকেল বোর্ড বসবে বিকেল ৫টায়

khaleda zia
খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় পরবর্তী করণীয় ঠিক করতে আজ সোমবার বিকেল ৫টায় বসবে মেডিকেল বোর্ড।

আজ দুপুরে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, 'বেগম খালেদা জিয়া এখনো করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তার কার্ডিয়াক পয়েন্ট এখনো পুরোপুরি স্টেবল হয়নি। ৭২ ঘণ্টা যাওয়ার আগে কিছু বলা যাচ্ছে না। এখন ৪৮ ঘণ্টা পার হচ্ছে।'

'খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড আজ বিকেল ৫টায় বসে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবে', যোগ করেন তিনি।

শনিবার হার্টে রিং পরানোর পর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে আছেন।

Comments

The Daily Star  | English

Bangladeshis worry amid US immigration crackdown

The United States has deported at least 31 Bangladeshis after President Donald Trump took a tough immigration policy.

6h ago