কুমিল্লায় ফল নিয়ে রুদ্ধশ্বাস উত্তেজনা

জেলা শিল্পকলা একাডেমির ভেতরে ফলাফলের অপেক্ষায় প্রার্থী ও সমর্থকরা। ছবি: খালিদ নজরুল/স্টার

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে ভোটের ফলাফলে হাড্ডাহাড্ডি লড়াই চলছে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর মধ্যে।

নির্বাচনের ফলাফল নিয়ে রুদ্ধশ্বাস উত্তেজনায় আছেন কুমিল্লা নগরবাসী।

সর্বশেষ ৭২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে রিফাত ৩৩ হাজার ৭৯৩ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। তার নিকটতম প্রার্থী সাক্কু পেয়েছেন ৩২ হাজার ৩২২ ভোট।

অন্যান্য প্রার্থীর মধ্যে ঘোড়া প্রতীকে বহিষ্কৃত বিএনপি নেতা নিজামউদ্দিন কায়সার ৭২ কেন্দ্রে পেয়েছেন ১৭ হাজার ৭৮৮ ভোট।

ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে বুধবার রাত ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমির ভেতরে-বাইরে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত ও মনিরুল হক সাক্কুর সমর্থকরা জড়ো হতে থাকেন।

এ সময় মোট ১০৫ কেন্দ্রের মধ্যে ১০১ কেন্দ্রে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাক্কু ৬০০ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন বলেও শোনা যায়। তবে নির্বাচন সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেননি।

এ সময় শিল্পকলা একাডেমি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

Comments

The Daily Star  | English
rickshaws banned on Dhaka's main roads

Rickshaws no longer allowed on main roads: DNCC

More than 100 illegal battery-powered rickshaws were seized during the joint operation

1h ago