গত ১০ বছরের দুর্নীতি উদ্ঘাটন করা হবে: রিফাত

আরফানুল হক রিফাত। ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে জয়ী আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত বলেছেন, শিগগিরই সিটি করপোরেশনের গত ১০ বছরের দুর্নীতি উদ্ঘাটন করা হবে।

আজ বুধবার রাত পৌনে ১০টার দিকে নির্বাচনের ফল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

রিফাত বলেন, 'আমার জীবন দিয়ে চেষ্টা করব। কুমিল্লার মানুষের কাছে যে কমিটমেন্ট করেছি তা রাখার চেষ্টা করব।'

'কুমিল্লার মানুষের কষ্ট লাঘব করার চেষ্টা করব,' বলেন তিনি।

রিফাত আরও বলেন, 'গত ১০ বছরে সিটি করপোরেশনে যে দুর্নীতি হয়েছে, সেগুলো উদ্ঘাটন করব।'

বুধবার কুমিল্লা সিটি নির্বাচনের বেসরকারি ফলাফলে ১০৫ কেন্দ্রে ৫০ হাজার ৩১০ ভোট পেয়ে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত মেয়র নির্বাচিত হয়েছেন।

বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রাথী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

Comments

The Daily Star  | English

Logistics not yet ready for post-LDC graduation needs

Lack of efficient logistics poses threat to Bangladesh's export competitiveness, speakers say

16h ago