আরও ৭৩ হাজার টন চাল আমদানি করবে ৪৭টি প্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত

সরকার আরও ৭৩ হাজার টন চাল আমদানি করতে ৪৭টি কোম্পানিকে অনুমতি দিয়েছে। স্থানীয় বাজারে খাদ্যের দাম নিয়ন্ত্রণে রাখার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে কোম্পানিগুলোকে কম শুল্কে চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

বুধবার খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে কোম্পানিগুলোকে ২৫ আগস্টের মধ্যে ৬০ হাজার টন সেদ্ধ চাল (বাসমতি ছাড়া) এবং ১৩ হাজার টন আতপ চাল আমদানি করতে বলা হয়েছে।

জুলাইয়ের শুরুতে ২৩০টি প্রতিষ্ঠানকে দুই ধাপে ৬ লাখ ৫৫ হাজার টন আমদানির অনুমতি দেয় সরকার। সব মিলিয়ে চলতি অর্থবছরে এ পর্যন্ত ৭ লাখ ২৮ হাজার টন চাল আমদানির অনুমতি দেওয়া হলো।

নতুন করে অনুমতি পাওয়া কোম্পানিগুলোকে ৩১ জুলাইয়ের মধ্যে এলসি খুলতে বলা হয়েছে। শর্ত পূরণে ব্যর্থ হলে আমদানির অনুমতি বাতিল করা হবে।

কী পরিমাণ চাল আমদানি, বিক্রি ও মজুদ করতে হবে আমদানিকারকদের তা জেলা খাদ্য অফিসে জানাতে বলা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় বলেছে, যে বস্তায় বিদেশ থেকে চাল আসবে সেই একই বস্তায় ক্রেতাদের কাছে চাল বিক্রি করতে হবে।

স্থানীয় বাজারে দাম বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজার থেকে আমদানির জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২২ জুন থেকে ৩১ অক্টোবরের মধ্যে চাল আমদানিতে শুল্ক ৬২.৫ শতাংশ থেকে কমিয়ে ২৫.৭৫ শতাংশ করে।

এনবিআর জানিয়েছে, শুল্ক মওকুফের সুবিধা পেতে প্রত্যেক চালানের জন্য আমদানিকারকদের খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।

শনিবার ঢাকার বাজারে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছিল ৪৮ থেকে ৫২ টাকায়। মোটা চালের দাম গত এক মাসে অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank signals market-based exchange rate regime

The central bank will allow the exchange rate of the dollar to be determined by market forces

1h ago