মন্ত্রিসভা থেকে পার্থকে বাদ দিয়ে মুখরক্ষার চেষ্টা করছে তৃণমূল: অপর্ণা সেন

পার্থ চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের সদ্য সাবেক বাণিজ্য ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতির অর্থ গরিবদের শোষণ করে এসেছে উল্লেখ করে ভারতের প্রখ্যাত অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন বলেছেন, মন্ত্রিসভা থেকে পার্থকে বহিষ্কার করে মুখরক্ষার চেষ্টা করছে তৃণমূল।

কিন্তু, এতে সব ধোয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

আজ শুক্রবার ভারতের সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টুইট বার্তায় অপর্ণা সেন লিখেছেন, 'ভুলে গেলে চলবে না, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে উদ্ধার করা ৫০ কোটি টাকা পশ্চিমবঙ্গের দরিদ্রদের শোষণ করে অর্জিত। এখন পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে বের করে দিয়ে মুখ বাঁচানোর চেষ্টা করেছে তৃণমূল। এভাবে সবটা ধুয়ে ফেলা যায় না! যাদের থেকে টাকা লুট করা হয়েছে তাদের সুবিধার্থে এই উদ্ধার হওয়া টাকা ব্যবহার করা উচিত।'

অপর্ণা সেন। ছবি: টুইটার থেকে নেওয়া

ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্তের জন্য গত ২৩ জুলাই বাণিজ্য ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর আগে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

এরপরই বৃহস্পতিবার মন্ত্রিত্বের পাশাপাশি দলের সব পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করা হয়। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পরই রাজ্য মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করা হয়।

এর পাশাপাশি বিকেলে দলের শৃঙ্খলাভঙ্গ কমিটির বৈঠকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, দলের সব পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

2h ago