উচ্চশিক্ষা নিতে ইউরোপ যাওয়া হলো না রিদুয়ানের

উচ্চশিক্ষা গ্রহণে ইউরোপে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন রিদুয়ান চৌধুরী। কাগজপত্র জমাও দিয়েছিলেন। তবে এর আগেই তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো।
রিদুয়ান চৌধুরী। ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষা গ্রহণে ইউরোপে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন রিদুয়ান চৌধুরী। কাগজপত্র জমাও দিয়েছিলেন। তবে এর আগেই তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো।

গতকাল শুক্রবার চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ হারান রিদুয়ানসহ ১১ জন।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।

সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে রিদুয়ান চৌধুরীর বাবা শামসুল আলম বলেন, 'আমার ছোট সন্তান সে। খুব শান্তশিষ্ট ছিল। নবম শ্রেণি থেকে টিউশনি করে নিজের পড়ার খরচ যোগাড় করছিল।'

৫ ভাই-বোনের মধ্যে সবার ছোট রিদুয়ান। চট্টগ্রাম কলেজে দর্শন চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন তিনি।

রিদুয়ানের ফুফাতো বোন সামসুন নাহার দ্য ডেইলি স্টারকে বলেন, 'সবার আদরের ভাইকে ছাড়া কীভাবে থাকবো বুঝতে পারছি না।'

 

Comments