চীনের ‘এক দেশ ২ নীতি’ প্রত্যাখ্যান করে তাইওয়ানের মহড়া

তাইওয়ান মহড়া
ছবি: রয়টার্স

চীনের 'এক দেশ ২ নীতি' প্রত্যাখ্যান করে সামরিক মহড়ার আয়োজন করেছে স্বশাসিত তাইওয়ান।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় তাইওয়ানের দক্ষিণাঞ্চলে পিংতুং এলাকায় এই মহড়ার আয়োজন করা হয়। মহড়াটি ঘণ্টাখানেক স্থায়ী ছিল।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তাইওয়ান প্রণালীতে চীনের সামরিক মহড়া গতকাল শেষ হওয়ার পর তাইওয়ান আজ এ মহড়ার আয়োজন করে।

তাইওয়ানের এইথ আর্মি করপসের মুখপাত্র লোউ ওয়েই-জি বার্তা সংস্থাটিকে বলেন, প্রতিরক্ষামূলক এই মহড়ায় শেল নিক্ষেপ করা হয়।

রাজধানী তাইপেতে সংবাদ সম্মেলনে স্বঘোষিত দ্বীপরাষ্ট্রটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোয়ানে ওউ বলেন, 'শুধুমাত্র তাইওয়ানের জনগণ তাদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।'

গতকাল চীনের তাইওয়ান অ্যাফেয়ার্স অফিস জানায়, 'শান্তিপূর্ণ পুন-একত্রীকরণের জন্য আমরা প্রস্তুত।'

 

Comments

The Daily Star  | English

Students, teachers call for JnU 'shutdown'

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

1h ago