বেইলি ব্রিজে ট্রাক আটকে টাঙ্গাইল-আরিচা সড়কে যান চলাচল বন্ধ

বেইলি ব্রিজ
নাগরপুর উপজেলার বেকরা এলাকার ঝুঁকিপূর্ণ সেতুটিতে ত্রাক আটকে যায়। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে একটি বেইলি ব্রিজ ভেঙে ট্রাক আটকে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আজ মঙ্গলবার সকালে নাগরপুর উপজেলার বেকরা এলাকার ওই ঝুঁকিপূর্ণ সেতুতে একটি সরিষা বোঝাই ট্রাক ওঠে। এসময় সেতুর স্টিলের পাটাতন দেবে গিয়ে ট্রাকটি সেতুতে আটকা পড়ে।

এতে এই সড়কে চলাচলকারী যানবাহনের যাত্রী ও পরিবহন শ্রমিকরা অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন। পাশাপাশি ভোগান্তির শিকার হচ্ছেন সেতুর দুই পাড়ের ব্যবসায়ীরা। 

যাত্রী ও পরিবহন শ্রমিকরা জানান, ২০১৩ সালে ধলেশ্বরী সেতু নির্মাণের পর এই সড়কের ব্যবহার কয়েকগুণ বেড়ে যায়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন কয়েকশ মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস এই সড়ক ব্যবহার করে টাঙ্গাইল, জামালপুর, শেরপুরসহ বিভিন্ন অঞ্চলের বিভিন্ন গন্তব্যে চলাচল করে।

স্থানীয়রা জানান, গুরুত্বপূর্ণ এই সড়কে এক ডজনের বেশি বেইলি ব্রিজের অবস্থা জরাজীর্ণ হয়ে পড়ায় প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করে। 

এছাড়া এসব সেতু দিয়ে ওভারলোডেড যানবাহন চলাচল নিষিদ্ধ হলেও, তা উপেক্ষা করে প্রতিদিন কয়েকশ ভারি যানবাহন চলাচল করে। 

যোগাযোগ করা হলে নাগরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, ভোগান্তির কথা বিবেচনা করে যত দ্রুত সম্ভব সেতুটি মেরামত করার জন্য সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে অনুরোধ করা হয়েছে। 

এ বিষয়ে জানতে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আলিউল হোসেনকে ফোন করা হলেও, তিনি ফোন ধরেননি। 
 

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago