জেলা পরিষদ নির্বাচন ১৭ অক্টোবর, ভোট ইভিএমে

নির্বাচন কমিশন

আগামী ১৭ অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ইভিএমের ভোটগ্রহণ করা হবে।

জেলা পরিষদে প্রশাসক নিয়োগের প্রায় ৪ মাস পর আজ মঙ্গলবার নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

জেলা পরিষদের চেয়ারম্যানদের ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর সরকার পরিষদ ভেঙে দিয়ে সরকার গত ২৭ এপ্রিল চেয়ারম্যানদের নিজ নিজ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

পার্বত্য চট্টগ্রামের ৩ জেলা ছাড়া ৬১টি জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর বলে জানান তিনি।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসকরা।

দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ২৮ ডিসেম্বর।

বিএনপি ও জাতীয় পার্টি নির্বাচন বয়কট করায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ২৫টি জেলায় চেয়ারম্যান নির্বাচিত হন। ১৩টি জেলায় আওয়ামী লীগ নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন এবং ২১টি জেলায় আওয়ামী লীগ নেতারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। পরে আরও দুটি জেলায় ভোট অনুষ্ঠিত হয়।

এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ও সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শূন্য গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে ইসি ঘোষণা দিয়েছে।

মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর।

গত ২৩ জুলাই ফজলে রাব্বি মারা যান।

Comments

The Daily Star  | English

Independent Ducsu VP candidate expelled from hall over stabbing roommate

Jalal, however, denied the allegation in a Facebook post, claiming that he himself was attacked by Rabiul

15m ago