বালুখেকোদের হাতে তুরাগের সর্বনাশ

ছবি: আনিসুর রহমান/স্টার

নদীকে সাগরে পৌঁছার জন্য যেমন পানি দরকার, তেমনি তার শরীরের গঠন আর ভারসাম্যের জন্য দরকার বালুর। পানির সবটুকু নিয়ে নিলে যেমন নদী বাঁচে না, তেমনি নদীর বালু-মাটি কেড়ে নিলে সেও টেকে না।

সাভারের আশুলিয়ার বিরুলিয়া সেতুর কাছে তুরাগ নদীর দখল অনেকটাই চলে গেছে বালু ব্যবসায়ীদের হাতে। নদী থেকে নির্বিচারে বালু উত্তোলনের কারণে একদিকে যেমন নদীর স্বাস্থ্য ক্ষয় হচ্ছে, তেমনি বালু ব্যবসাকে কেন্দ্র করে তীর দখল করে তৈরি অবৈধ স্থাপনার কারণে সংকুচিত হয়ে আসছে তুরাগের সীমানা।

দেশের নির্মাণ, অবকাঠামোসহ অন্যান্য দরকারি কাজে পরিকল্পিতভাবে বালু উত্তোলনের সুযোগ আছে। কিন্তু দেশে বালু উত্তোলন নিয়ে দুর্নীতি, বিরোধ, বিবাদ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ২০১০ সালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন প্রণীত হয়। এ আইনে নদীর ক্ষতি এবং বেআইনি পন্থায় বালু উত্তোলন প্রতিরোধে জেলা প্রশাসকদের বড় দায়িত্ব দেওয়া হয়েছে। এতকিছুর পরও তুরাগের মতো দেশের বিভিন্ন জায়গার নদ-নদী থেকে আইনের শর্ত না মেনে নির্বিচারে বালু উত্তোলন চলছে।

গতকাল শুক্রবার বিরুলিয়া এলাকা থেকে ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী আনিসুর রহমান

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

3h ago