র‍্যাব জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

র‍্যাব জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজারে ‘নবজাগরণঃ অপরাধকে না বলুন’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'দেশে জঙ্গী দমন, জলদস্যু দমন, বনদস্যু দমনসহ বিভিন্ন অপরাধ দমনে অভূতপূর্ব সাফল্য প্রদর্শনের কারণে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন--র‍্যাব এদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীকে পরিণত হয়েছে।'

আজ বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারে 'নবজাগরণঃ অপরাধকে না বলুন' শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'র‍্যাবের কাজের সুনাম আজ শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এ সুনাম আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে।

কক্সবাজার শহরের সায়মান রিসোর্টের পৃষ্ঠপোষকতায় হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র‍্যাবের মহাপরিচালক চৌধূরী আবদুল্লাহ আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব আকতার হোসেন, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জাফর আলম, আশেক উল্লাহ রাফিক ও বেগম কানিজ ফাতেমা আহমদ, পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমদ, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিসয়ক সম্পাদক সিরাজুল মোস্তফাসহ আরও অনেকে।

র‍্যাব-১৫ কক্সবাজারের উদ্যোগে 'নবজাগরণ' শীর্ষক এই কর্মশালার আওতায় কক্সবাজারের পর্যটক সেবাখাতসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত প্রায় ১০০ জন পেশাজীবীকে পক্ষকালব্যাপী নিবিড়ভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়। আজকের অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারীদের সনদপত্র বিতরন করা হয়।

Comments

The Daily Star  | English

Trump gives Mexico 90-day tariff reprieve as deadline for higher duties looms

Approximately 85% of Mexican exports comply with the rules of origin outlined in the USMCA

53m ago