শান্তিরক্ষী জসিম উদ্দিনের মৃত্যুতে বাকরুদ্ধ বাবা, অঝোরে কাঁদছেন স্ত্রী

জসিম উদ্দিন
জসিম উদ্দিন। ছবি: আইএসপিআর

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষী হয়ে গিয়েছিলেন জসিম উদ্দিন (৩১)। বাংলাদেশ সেনা বাহিনীর এই সদস্য দায়িত্ব পালনের সময় বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন। মা-হারা জসিমের নিহতের সংবাদে বাকরুদ্ধ মুক্তিযোদ্ধা বাবা আব্দুন নূর। ঘরের মেঝেতে বসে আহাজারি করছেন স্ত্রী শারমিন আক্তার।

জসিমের বড় ভাই সহকারী আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার জুলহাস উদ্দিনও মাটিতে লুটিয়ে কাঁদছেন। প্রতিবেশী ও নিকট আত্মীয়রা তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। পরিবারের সদস্যদের আহাজারিতে শোকের পরিবেশ বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামে।

গতকাল মঙ্গলবার রাতে জসিমের বাড়িতে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।

জুলহাস উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে সিলেটের ৬১ বেঙ্গল রেজিমেন্ট থেকে ফোন করে জসিমের নিহতের সংবাদ জানানো হয়। তিনি ১০ বছর ধরে চাকরি করছিলেন। ৯ মাস আগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আফ্রিকায় যান। তার ৩ ও ২ বছর বয়সী ২টি ছেলে আছে।

জুলহাস বলেন, 'আমার ভাইয়ের মরদেহ দ্রুত দেশে আনা হোক। তার পরিবার ও সন্তানদের জন্য সরকারের পক্ষ থেকে কিছু করার দাবি জানাই।'

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহম্মেদ ডেইলি স্টারকে বলেন, 'জসিমের মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পাশাপাশি তার পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।'

Comments

The Daily Star  | English
rally demanding ban on awami league in Dhaka

Blockade at Shahbagh demanding AL ban

The demonstration follows a sit-in that began around 10:00pm last night in front of the Chief Adviser's residence

5h ago