শিক্ষা

এসইও এক্সপার্ট বাংলাদেশের প্রথম ‘স্কুল ম্যানেজমেন্ট মোবাইল অ্যাপ’

স্কুল পর্যায়ের শিক্ষাব্যবস্থা সহজ করতে প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ম্যানেজমেন্ট মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে বগুড়ার আইটি সেবাদানকারী প্রতিষ্ঠান এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেড।
অ্যাপ
অ্যাপটি কীভাবে কাজ করে, সোমবার বগুড়ায় এক অনুষ্ঠানে তা দেখানো হচ্ছে। ছবি: সংগৃহীত

স্কুল পর্যায়ের শিক্ষাব্যবস্থা সহজ করতে প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ম্যানেজমেন্ট মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে বগুড়ার আইটি সেবাদানকারী প্রতিষ্ঠান এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেড।

আজ সোমবার সকালে বগুড়ার একটি হোটেলে অ্যাপটি কীভাবে কাজ করবে, তা দেখানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (উপসচিব) মো. সফিউল আলম ও বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান আলী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এসইও এক্সপার্ট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান। 

এ সময় মিজানুর রহমান বলেন, 'আমরা দেশে বিদ্যমান স্কুল ম্যানেজমেন্ট অ্যাপ নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছি। দেশে মোবাইলে ব্যবহার করার মতো স্কুল ম্যানেজমেন্ট অ্যাপ আমরাই প্রথম তৈরি করেছি। এই অ্যাপটি একইসঙ্গে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা ব্যবহার করতে পারবেন।'

ইতোমধ্যে বগুড়ার কিছু বেসরকারি স্কুল এই অ্যাপটি ব্যবহার শুরু হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, অ্যাপটি ব্যবহার করে লাইভ ক্লাস, শিক্ষা-প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থীদের যাবতীয় তথ্য, পরীক্ষার রুটিন, ক্লাস ও পরীক্ষার সময়সূচি, শিক্ষার্থীদের মূল্যায়ন, অভিভাবকদের মন্তব্য দেওয়া যাবে।

এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেড ২০১৩ সাল থেকে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে আইটি সেবা দিয়ে যাচ্ছে।

Comments