৮০ বছরে শাহেনশাহ

বলিউডের কিংবদন্তী অমিতাভ বচ্চন। ছবি: রয়টার্স
বলিউডের কিংবদন্তী অমিতাভ বচ্চন। ছবি: রয়টার্স

বলিউডের সিনেমাপ্রেমীদের মাঝে ১১ অক্টোবর শুরু হয় উৎসব। কারণ, এই দিনেই জন্ম নিয়েছিলেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

আজ মঙ্গলবার ৮০ বছরে পা দিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন, যার ভরাট কণ্ঠস্বর আর অভিনয়-জাদুতে মোহিত সারা পৃথিবী। সত্তর দশকের রাগী যুবকের সঙ্গে সমার্থক তার ভাবমূর্তি। তিনিই বলিউড চলচ্চিত্রের সবচেয়ে প্রভাব বিস্তারকারী অভিনেতা হিসেবে সর্বজনবিদিত।

১৯৪২ সালের ১১ অক্টোবর ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেন অমিতাভ বচ্চন। তার বাবা প্রখ্যাত কবি হরিবংশ রাই বচ্চন ও মা তেজি বচ্চন। ১৯৬৯ সালে 'সাত হিন্দুস্তানি' চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় যাত্রা শুরু অমিতাভ বচ্চনের। ১৯৭৩ সালে 'জঞ্জির' সিনেমা মুক্তি পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

পরিবারের সদস্যদের সঙ্গে ভোটকেন্দ্র থেকে বের হয়ে আসছেন অমিতাভ। ছবি: রয়টার্স
পরিবারের সদস্যদের সঙ্গে ভোটকেন্দ্র থেকে বের হয়ে আসছেন অমিতাভ। ছবি: রয়টার্স

টানা ২০ বছর একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা মধ্যে আছে— 'আনন্দ', 'গুড্ডি', 'বাবুর্চি', 'জঞ্জির', 'সওদাগর', 'দিওয়ার', 'শোলে', 'দো আনজানে', 'অমর আকবর অ্যান্থনি', 'ডন', 'সুহাগ', 'লাওয়ারিশ', 'সিলসিলা', 'কাভি কাভি', 'কসমে ওয়াদে', 'ত্রিশূল', 'মুকদ্দর কা সিকান্দর', 'মিস্টার নটবরলাল', 'কালা পাত্থার', 'দোস্তানা', 'চুপকে চুপকে', 'শান', 'শক্তি', 'কাভি আল বিদা না কেহনা', 'শাহেনশাহ', 'অগ্নিপথ', 'বুম', 'বাগবান', 'ব্ল্যাক', 'সরকার', 'নিঃশব্দ', 'পা', 'অরক্ষণ', 'সত্যাগ্রহ', 'পিকু', 'ওয়াজির', 'পিংক', ইত্যাদি।

৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ১৫টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয় করেছেন গুণী এই অভিনেতা। এছাড়াও, শিল্পকলায় অসামান্য অবদানের জন্য ১৯৮৪ সালে ভারত সরকারের 'পদ্মশ্রী', ২০০১ সালে 'পদ্মভূষণ', ২০১৫ সালে 'পদ্মবিভূষণে' ভূষিত হয়েছেন তিনি। বিশ্ব চলচ্চিত্রে অবদানের অনন্য স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে ফ্রান্স সরকার তাকে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা লেজিওঁ দনরের নাইট উপাধিতে ভূষিত করে। ২০১৯ সালে 'দাদাসাহেব ফালকে' পুরস্কারে সম্মানিত হয়েছেন অমিতাভ বচ্চন।

অমিতাভ বচ্চনের জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা

ভবিষ্যৎ স্ত্রী জয়া ভাদুড়ীর সঙ্গে পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে প্রথম দেখা হয় অমিতাভের। পরে হৃষিকেশ মুখোপাধ্যায়ের 'গুড্ডি' সিনেমার সেটে আবারও ২ জনের দেখা। ১৯৭৩ সালের ৩ জুন বাঙালি অভিনেত্রী জয়া ভাদুড়ীকে বিয়ে করেন তিনি। গত ৪৭ বছর ধরে চলছে ২ জনের সংসার।

পরিবারের সদস্যদের সঙ্গে অমিতাভ। ছবি: রয়টার্স
পরিবারের সদস্যদের সঙ্গে অমিতাভ। ছবি: রয়টার্স

১৯৭৬ সালে 'দো আনজানে' সিনেমার শ্যুটিংয়ে রেখার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অমিতাভ। সে সময় জয়ার সঙ্গে সম্পর্কের অবনতি হয়। ঋষি কাপুর ও নীতু কাপুরের বিয়েতে রেখার সিঁথিতে সিঁদুর দেখেছেন অনেকেই। ১৯৮১ সালে মুক্তি পাওয়া 'সিলসিলা' সিনেমাটি অমিতাভ-রেখা জুটির শেষ সিনেমা।

স্কুলের ক্রিকেট টিমে নাম লেখানোর খুব ইচ্ছে ছিল অমিতাভ বচ্চনের। মা তেজি বচ্চনের কাছে দুই রুপির জন্য বায়না করেন। কিন্তু মা জানিয়ে দেন, স্কুলের ক্রিকেট দলে ভর্তি করানোর মতো অর্থ তাদের কাছে নেই। ছোটবেলার এ ঘটনা তাকে খুব নাড়া দিয়েছিল। ২ রুপির মূল্য কতটা, তা আজীবন মনে রেখেছেন অমিতাভ।

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হাতে অমিতাভ। ছবি: রয়টার্স
লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হাতে অমিতাভ। ছবি: রয়টার্স

১৯৮২ সালে মনমোহন দেশাই পরিচালিত 'কুলি' সিনেমার একটি অ্যাকশন দৃশ্যে পুনীত ইশারের ঘুষিতে আহত হন অমিতাভ বচ্চন। এই আঘাত থেকে সম্পূর্ণ সেরে উঠতে কয়েক মাস লেগেছিল তার। মানুষের প্রার্থনায় সেরে উঠেছিলেন বলেই অনেকে মনে করেন। এটাকে অমিতাভ বচ্চনের 'নবজন্ম' বলা হয়।

 

Comments

The Daily Star  | English
BNP's stance on president removal in Bangladesh

BNP for polls roadmap in 2 to 3 months

Unless the interim government issues a roadmap to the next election in two to three months, the BNP may take to the streets in March or April next year, say top leaders of the party.

6h ago