স্কুলে এসি আছে কিনা বাবা-মায়েরা সেটাই আগে নিশ্চিত করে: আইভী

নারায়ণগঞ্জে নগরভবনের সম্মেলন কক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন মেয়র সেলিনা হায়াৎ আইভী। ছবি: স্টার

স্কুলে পড়ালেখার পাশাপাশি শিশুদের খেলাধুলার ব্যবস্থা করার ওপর জোর দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে তিনি বলেছেন, 'বাবা-মায়েরা ফার্স্ট-সেকেন্ডের প্রতিযোগিতায় থাকেন। স্কুলে এসি (শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা) আছে কিনা দেখেন। আগে পড়াশোনার পাশাপাশি আমরা আড্ডা দিয়েছি, খেলাধুলা করেছি। এখন প্রতিটা বাচ্চার বাবা-মা ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়ে এসি আছে কিনা সেইটা আগে নিশ্চিত করেন। শিশুরা এখন একেবারে মুরগির বাচ্চার মতো বড় হচ্ছে। এতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা খুবই খারাপ হচ্ছে।'

'লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে দেবেন, মাঠে দৌড়াদৌড়ি করতে দেবেন। মাঠ না থাকলে যতটুকু জায়গা আছে সেখানেই বিনোদনের ব্যবস্থা করে দেবেন। আনন্দের মধ্য দিয়ে লেখাপড়া শেখাতে হবে।'

মেয়র আজ বুধবার দুপুরে নগরভবনের সম্মেলন কক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রাথমিক স্কুল পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে নগরীর গোদনাইলের হলি উইলস স্কুল।

অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে আইভী বলেন, 'শিশু বয়স থেকেই আদর্শ, নৈতিকতার শিক্ষা দিতে হবে। মানুষকে ভালোবাসার উপর কিছু নাই। দেশ ও দেশের মানুষকে ভালোবাসতে শেখাতে হবে।'

সিটি মেয়র বলেন, 'ছোটবেলা থেকেই দেশপ্রেম শেখাবেন। ছোটবেলা থেকে দেশপ্রেম তৈরি না হলে বড় হয়ে দেশের প্রতি মায়া থাকে না। আমি মনে করি, আমাদের দেশপ্রেমের অনেক অভাব রয়েছে। যার কারণে আমরা যা খুশি তাই করছি। অবলীলায় মিথ্যা বলছি, অন্যায় কাজ করছি। আমরা কতক্ষণে ধনী হবো সেইটা নিয়ে পড়ে আছি। এটা বাদ দিয়ে বাচ্চাদের নৈতিকতা শেখাতে হবে।'

তিনি বলেন, 'মানুষকে ভালোবাসার উপর কিছু নেই। যে মানুষকে ভালোবাসবে সে আল্লাহকে পাবে, সে সৃষ্টিকর্তাকে পাবে। ভালোবাসার বিকল্প কিছু নেই। এইটা দিয়ে দেশ ও দেশের মানুষকে জয় করা যায়। যত্রতত্র নিজেকে বিকিয়ে দিলে চলবে না। এই মানসিকতা তৈরি করতে হবে।'

উপস্থিত শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে আইভী বলেন, অভিভাবক ও শিক্ষকদের সম্মান করতে হবে। তিনি শিক্ষকদের প্রতি শিশুদের উপর পড়াশোনার বেশি চাপ না দেওয়ারও অনুরোধ জানান। তিনি বলেন, 'কথার ছলে লেখাপড়া শেখাবেন। বাচ্চাদের খেলতে খেলতেই শেখাতে হয়। মুখস্থ না করিয়ে বাস্তব দিক উপস্থাপন করে লেখাপড়া শেখাবেন। মিথ্যা বলা থেকে বিরত থাকতে শেখাবেন।'

Comments

The Daily Star  | English

Yunus meets Chinese ambassador to review China visit, outline next steps

Both sides expressed a shared commitment to transforming discussions into actionable projects across a range of sectors

6h ago