পবিপ্রবিতে ছাত্রলীগের কমিটি গঠন, মহাসড়ক অবরোধ-বিক্ষোভ

বিতর্কিতদের নিয়ে ছাত্রলীগের কমিটি চূড়ান্ত করার খবরে উত্তপ্ত হয়ে উঠেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাস। 
পবিপ্রবিতে ছাত্রলীগের কমিটি গঠন, মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
মাদকাসক্ত, চাঁদাবাজ ও সরকারবিরোধীদের নিয়ে ছাত্রলীগের কমিটি চূড়ান্ত করা হয়েছে এমন খবরে ক্যাম্পাসের মূল গেটের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

বিতর্কিতদের নিয়ে ছাত্রলীগের কমিটি চূড়ান্ত করার খবরে উত্তপ্ত হয়ে উঠেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাস। 

আজ মঙ্গলবার রাতে মাদকাসক্ত, চাঁদাবাজ ও সরকারবিরোধীদের নিয়ে ছাত্রলীগের কমিটি চূড়ান্ত করা হয়েছে এমন খবরে ক্যাম্পাসের মূল গেটের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগের নেতাকর্মীরা। 

সর্বশেষ রাত ১০টায়, এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। 

বিক্ষোভকারীরা জানান, ক্যাম্পাসের চিহ্নিত চাঁদাবাজ, মাদকসেবী ও সরকারবিরোধীদের সমন্বয়ে ছাত্রলীগের কমিটি চূড়ান্ত হয়েছে বলে তারা জানতে পেরেছেন। বিতর্কিতদের নিয়ে কমিটি ঘোষণা করা হলে তাদের অবাঞ্চিত করা হবে বলে ঘোষণা দেন তারা।   

আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে গতকাল সোমবার এই খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। 

ছাত্রলীগের পবিপ্রবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নাইম কায়সার ডেইলি স্টারকে বলেন, 'ক্যাম্পাসে চিহ্নিত চাঁদাবাজ ও সরকারবিরোধীদের নিয়ে কমিটি চূড়ান্ত করা হয়েছে বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। আমরা এর প্রতিবাদে বিক্ষোভ করছি। ' 

জানতে চাইলে দমকি থানার ওসি আব্দুস সালাম ডেইলি স্টারকে বলেন, 'তাদের মিছিল থেকে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য আমরা সজাগ আছি।' 

Comments