সিলেটে বিএনপি নেতা কামাল হত্যার ৪৮ ঘণ্টা পর মামলা, গ্রেপ্তার নেই

আ ফ ম কামাল। ছবি: সংগৃহীত

গত রোববার রাতে বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যার ৪৮ ঘণ্টা পর মঙ্গলবার রাতে ১০ আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় মামলা করেন নিহত কামালের ভাই মঈনুল হক।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

মামলায় আজিজুর রহমান সম্রাটসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে বলেও এ পুলিশ কর্মকর্তা জানান।

আজিজুর রহমান সম্রাটের সঙ্গে গত ১৫ অক্টোবর ব্যবসায়িক কারণে হাতাহাতির একটি ঘটনা ঘটে। যার প্রেক্ষিতে গত ২১ অক্টোবর আ ফ ম কামালসহ ১০ জনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় একটি মামলা করেন আজিজুর রহমান সম্রাট।

 

 

 

Comments

The Daily Star  | English

World press freedom day: 266 journalists face criminal cases so far

The repression of journalists has taken a new form since August 5, 2024.

7h ago