বিএনপি টাকা দিয়ে মানুষ ভাড়া করে সমাবেশ করছে: আমু

বিএনপি টাকা দিয়ে মানুষ ভাড়া করে সমাবেশ করছে অভিযোগ তুলে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, মহাসমাবেশ করে যদি কেউ মনে করে যে, আওয়ামী লীগ কচুপাতার ওপরের পানির মতো একটি সংগঠন, সেটা ভুল।
ছবি: সংগৃহীত

বিএনপি টাকা দিয়ে মানুষ ভাড়া করে সমাবেশ করছে অভিযোগ তুলে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, মহাসমাবেশ করে যদি কেউ মনে করে যে, আওয়ামী লীগ কচুপাতার ওপরের পানির মতো একটি সংগঠন, সেটা ভুল।

আজ মঙ্গলবার দুপুরে ঝালকাঠিতে জেলা প্রশাসন আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আমু বলেন, টাকা দিয়ে মানুষ ভাড়া করে যারা আজকে সমাবেশ দেখায়, আর বিনা পয়সায় ঢাকায় যুবলীগের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান হলো; তারা যে কয়েকটা জায়গায় মহাসমাবেশ করল তার কয়েকটা যোগ করলেও ওই সমাবেশের সমান হয় না। আওয়ামী লীগ তো পরের কথা!

আজকে মহাসমাবেশ করে যদি কেউ মনে করে যে, আওয়ামী লীগ কচুপাতার ওপরের পানির মতো একটি সংগঠন, সেটা ভুল। যেসব দেশের কাছে তারা ধরনা দেয়, বিদেশে দূতাবাসে ধরনা দেয় সেসব দেশে নির্বাচন সংবিধান অনুযায়ী সে সরকারের অধীনে হয়। সুতরাং বাংলাদেশের সংবিধান অনুযায়ী, বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্বে অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণের রায় নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, বলেন তিনি।

Comments