কান্তকবি পদক পেলেন বাউল শিল্পী শফি মণ্ডল

প্রধান অতিথি রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন শফি মণ্ডলের হাতে পদক তুলে দেন। ছবি: সংগৃহীত

রাজশাহীতে বিশিষ্ট বাউল শিল্পী শফি মণ্ডলকে কান্তকবি পদকে ভূষিত করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় কবি ও সুরকার রজনীকান্ত সেনের ১১৩তম জন্মবার্ষিকী উপলক্ষে পদ্মা নদীর তীরে লালন শাহ খোলা মঞ্চে তার হাতে পদক তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন শফি মণ্ডলের হাতে পদক তুলে দেন। এ সময় তার হাতে সম্মানসূচক উত্তরীয় ও ও নগদ অর্থও তুলে দেওয়া হয়।  

৫ দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ১১৫ জন শিশুকেও অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। 

পুরস্কার গ্রহণ করে শফি মণ্ডল কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবা পাগলার গান 'কে দেয় সম্মান, কে করে অপমান, এমন ছলনা কেন হে প্রভু' পরিবেশন করেন।

অনুষ্ঠানে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, 'রাজশাহী সাংস্কৃতিক চর্চার উর্বর জমি। বর্তমান সরকার সারাদেশে ঐতিহ্যবাহী লোকশিল্পীদের সহায়তা করছে।'

বাউল গানকে দেশের গণ্ডি পেরিয়ে বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শফি মণ্ডলের ভূমিকার প্রশংসা করেন তিনি।

রাজশাহীর কাঁটাকবির মেলার সভাপতি অর্চনা প্রামাণিক লিপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামাণিক, সম্মিলিতা সংঘের সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ বক্তব্য দেন।

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

1h ago