২৫ লাখ লোকের সমাগম সম্ভব তেমন জায়গায় অনুমতি দিতে বলেছি
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় বিএনপির সমাবেশের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা কারো রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিচ্ছি না। ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে বলেছি, যেখানে ২৫ লাখ লোকের সমাগম সম্ভব তেমন জায়গায় খুঁজে সমাবেশের অনুমতি দিতে।
আজ রোববার বিকেলে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি ২৫ লাখ লোক এক জায়গায় করবে। ঢাকায় কোথায় করবে, কেন করবে সেটা আমাদের জানা নেই। ২৫ লাখ লোক যদি এক জায়গায় হয় তাহলে কী অবস্থা হবে সেটা বুঝতেই পারেন। ডিএমপি কমিশনারকে বলেছি, এত বড় মাঠ ঢাকায় আছে কি না খুঁজে বের করে সেখানে তাদের সমাবেশের অনুমতি দিতে বলেছি।
তিনি বলেন, ঢাকায় তো কোনোখানে ১০ হাজার লোক হলেই অচল হয়ে যায়। সেখানে ঢাকায় ২৫ লাখ লোক এনে তারা কী করবেন আমাদের জানা নেই। কেন করবেন সেটাও জানি না। ডিএমপি কমিশনারকে বলেছি, আমরা কাউকে রাজনৈতিক চর্চায় বাধা দিচ্ছি না। তারা যদি এ রকম আয়োজন করে তাহলে এমন জায়গা, যেখানে এত লোকের সমাগম সম্ভব, সেই জায়গায় যায়।
অনুমতি না পেলে নয়াপল্টনে গণসমাবেশ করতে চায় বিএনপি সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা ডিএমপি কমিশনার জানেন। আমাদের এ বিষয়ে কোনো কিছু বলার নেই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মনে করি তারা রাজনৈতিক দল। আইন মেনে তারা তাদের কর্মসূচি পালন করবে। তারা যদি আইন ভাঙে, ভাঙচুর করে, জ্বালাও-পোড়াও শুরু করে তাহলে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা করা দরকার করবে।
বিএনপির অভিযোগ, তাদের নেতা-কর্মীদের নামে গায়েবি মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে; এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গায়েবি মামলা কাকে বলে সেই সংজ্ঞা আমি জানি না। আমি জানি ভাঙচুর করলে, লোক হত্যা করলে, জনগণের সম্পদ নষ্ট করলে মামলা হয়। যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে বলেই মামলা হয়।
Comments