রাজশাহীতে এবার অটোরিকশা ধর্মঘটের ডাক

ছবি: প্রথম আলোর সৌজন্যে

রাজশাহী শহরের মাদ্রাসা মাঠে আগামীকাল শনিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশ। ইতোমধ্যে রাজশাহীতে বাস ধর্মঘট চলছে। এবার মহাসড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা ও থ্রি–হুইলার যানের ধর্মঘট ডেকেছে জেলা মিশুক–সিএনজি মালিক সমিতি।

আজ শুক্রবার দুপুরে এ ঘোষণা দেওয়া হয়।

সমিতির সহসভাপতি আহসান হাবিব বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে বলেন, 'গতকাল বৃহস্পতিবার রাতে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, ২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য মহাসড়কসহ কোনো রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা ও থ্রি-হুইলার চলবে না।'

তাদের ২ দফা দাবি হলো— মহাসড়কে অবাধে চলাচল এবং বিআরটিএ থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্তি সহজ ও হয়রানিমুক্ত করতে হবে। এই ২ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবে বলে জানিয়েছে।

এর আগে গতকাল থেকে ১০ দফা দাবি আদায়ে বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে রাজশাহী বিভাগের ৮ জেলায়। কর্মবিরতির ঘোষণা দিয়েছে জেলা ট্রাক মালিক গ্রুপও।

রাজশাহী জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাদরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ আরও কয়েকটি দাবিতে ট্রাক মালিকরা গতকাল সকাল থেকে কর্মবিরতি শুরু করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।'

তবে, শহরের মধ্যে ও বিভিন্ন আন্তঃজেলা রুটে আজ সারাদিন অটোরিকশা চলতে দেখা গেছে।

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

2h ago