১ জন নিহত, আশঙ্কাজনক অন্তত আরও ১ জন: মির্জা ফখরুল

রাতে নয়াপল্টন ছাড়ার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। ছবি: মুনতাকিম সাদ/স্টার

নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে আজ বুধবার দুপুরে পুলিশের হামলায় এখন পর্যন্ত ১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কয়েকশ। তাদের মধ্যে কমপক্ষে ১ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার রাত ১০টার দিকে তিনি দ্য ডেইলি স্টারকে এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, 'আজকের পুলিশি সন্ত্রাসে আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন। অনেকে চিকিৎসাধীন আছেন।'

তিনি বলেন, 'সর্বশেষ জানতে পেরেছি এখন পর্যন্ত আমাদের একজন নেতা মারা গেছেন। আরও অন্তত একজনের অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানতে পেরেছি। তিনি চিকিৎসাধীন আছেন।'

'আশঙ্কাজনক আহতের সংখ্যা বাড়তে পারে। পুলিশের আকস্মিক বর্বরোচিত আক্রমণে আমরা এখনো সম্পূর্ণ তথ্য পাইনি। আহতদের খবর নেওয়ার চেষ্টা করছি,' বলেন তিনি।

 

Comments

The Daily Star  | English

Why landscape-based knowledge is critical for Bangladesh

How will we build the country without landscaping knowledge?

13h ago