রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

কক্সবাজার
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারের রামু উপজেলায় পাহাড় ধসে একই পরিবারের ৪ সদস্য মারা গেছেন।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাউয়ারখোপ ইউনিয়নের লটঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন আজিজুর রহমান (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৪০), তাদের পুত্রবধূ নাসিমা বেগম (২১) এবং রহিমা বেগমের মা দিলফুরুজ বেগম (৭০)। 

রামু ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. হাসান চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'পাশের একটি পাহাড় থেকে মাটির বিশাল খণ্ড খসে পড়ে ওই পরিবারের টিনশেড ঘরে। এতে ঘর ভেঙে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি।'

পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসেন বলেন, 'এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

Comments

The Daily Star  | English

Bangladesh Bank signals market-based exchange rate regime

The central bank will allow the exchange rate of the dollar to be determined by market forces

1h ago