খুকির সেবায় নেই দক্ষ কেউ, বেড মিলছে না আইসিইউতে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন দিল আফরোজ খুকি। ছবি: আনোয়ার আলী/স্টার

নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতা ও রাজশাহীর নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি ইস্কিমিক স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। তবে তাকে সবসময় দেখাশোনা করার মত দক্ষ কেউ সেখানে নেই।

এ অবস্থায় খুকির যত্নের জন্য আজ বুধবার রামেক হাসপাতালের চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তরিত করার সুপারিশ করেছেন। কিন্তু আইসিইউতে কোনো শয্যা খালি না থাকায় তাকে সেখানেও স্থানান্তর করা যায়নি।

দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলার সময় বুধবার বিকেলে নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক কফিল উদ্দিন জানান, খুকির স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত আছে। কোনো উন্নতি ঘটেনি।

তিনি বলেন, 'খুকির স্ট্রোকের চিকিৎসা চলছে। তার সার্বক্ষণিক দেখভালের জন্য দক্ষ কাউকে দরকার। কিন্তু সেরকম কাউকে পাওয়া যায়নি। সেজন্য আমি তাকে আইসিইউতে স্থানান্তরের সুপারিশ করেছি। তবে সব সিট পূর্ণ থাকায় আইসিইউ কর্তৃপক্ষ খুকিকে সেখানে নিতে চাচ্ছে না।'

নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতা ও রাজশাহীর নারী পত্রিকা বিক্রেতা খুকি তার সংগ্রাম এবং দাতব্য কর্মকাণ্ডের জন্য দেশব্যাপী পরিচিত। গত শনিবার সন্ধ্যা থেকে ৬২ বছর বয়সী খুকি নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

সম্পদশালী হওয়া সত্ত্বেও প্রথাবিরোধী কর্মকাণ্ডের জন্য পরিবারের সদস্যদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে। ৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও স্বজনরা কেউ তার যত্নে এগিয়ে আসেননি। যারা দেখতে এসেছিলেন তারা অল্প সময় পর ফিরে গেছেন।

খুকির হাসপাতালে চিকিৎসাধীন থাকার কথা সংবাদপত্রে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী প্রেমা খাতুন দিনের বেলা তার দেখাশোনা করছে। সে একজন স্কুলশিক্ষার্থী এবং তার স্ট্রোকের রোগীর সেবার কোনো অভিজ্ঞতা নেই। এরপরও দিনের বেলা তাকে পেয়ে কিছুটা স্বস্তি পাচ্ছেন খুকি।

 

Comments

The Daily Star  | English

Foreigner detained with over 8kg cocaine at Dhaka airport

The street value of the seized contraband is around Tk 130 crore

32m ago